ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে তিন মেয়র, ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৪ সাধারণ কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রার্থীদের উপস্থিতিতে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ প্রতীক বরাদ্দ দেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ্ (জগ) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে এক নম্বর ওয়ার্ডে রেনুকা পারভীন (আঙ্গুর), মদিনা খাতুন (গ্যাসের চুলা), ফিরোজা খাতুন (মৌমাছি) ও রেহেনা খাতুন (কাঁচি), দুই নম্বর ওয়ার্ডে শিল্পী খাতুন (কাঁচি), মর্জিনা বেগম (মৌমাছি) ও শিউলী আকতার (আঙ্গুর) এবং তিন নম্বর ওয়ার্ডে কল্পনা খাতুন (আঙ্গুর), আলেকা বেগম (ভ্যানিটি ব্যাগ), মালতি খাতুন (মৌমাছি), স্বপ্না বেগম (গ্যাসের চুলা) ও শিউলী বেগম (কাঁচি)।
সাধারণ কাউন্সিলরের মধ্যে এক নম্বর ওয়ার্ডে মুঞ্জিল হোসেন (উটপাখি), সোলায়মান আলী (ডালিম), দুই নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, তিন নম্বর ওয়ার্ডে জুয়েল মল্লিক (উটপাখি), শহিদুল ইসলাম সাদেক (পাঞ্জাবী), বাবুল আকতার (ডালিম), চার নম্বর ওয়ার্ডে শামছুর রহমান (পানির বোতল), আব্দুস ছাত্তার (পাঞ্জাবি), আলী আজগর মান্নান (ডালিম), সাইফুল ইসলাম (উটপাখি), পাঁচ নম্বর ওয়ার্ডে নবীর উদ্দিন (উটপাখি), শাহজাহান আলী (পাঞ্জাবি), রাজীবুজ্জামান রাজীব (টেবিল ল্যাম্প), ইউনুস আলী (ব্রিজ), রঘুনাথ সাহা (ডালিম), সুলতান মাহমুদ (পানির বোতল), ছয় নম্বর ওয়ার্ডে সুধীর সরকার (ডালিম), রঞ্জু মল্লিক (পানির বোতল), সাত নম্বর ওয়ার্ডে আপাল শেখ (ডালিম), ফজলুল হক (উটপাখি), আট নম্বর ওয়ার্ডে নিরঞ্জন কুমার (ব্রিজ), ফরহাদ হোসেন (উটপাখি), নয় নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন (উটপাখি), প্রতেন চন্দ্র (পানির বোতল) ও জাহাঙ্গীর আলম (ডালিম) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ আলমগীর বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে তিনজন মেয়র প্রার্থী, ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং ২৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া দুই নম্বর ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় মোহাম্মদ আলীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ