লালমনিরহাট: লালমনিরহাটের দুই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্ব স্ব নির্বাচন অফিস থেকে তাদের প্রতীক দেওয়া হয়েছে।
লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে ‘নৌকা প্রতীক’ পেয়েছেন বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, বিএনপির আব্দুল হালিম ‘ধানের শীষ’, জাতীয় পার্টির (মঞ্জু) আব্দুর রশিদ ‘বাইসাইকেল’, ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম ‘হাতপাখা’, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বর্তমান প্যানেল মেয়র এসএম ওয়াহিদুজ্জামান ‘জগ’ এবং ‘নারিকেলগাছ’ প্রতীক পেয়েছেন এ কে এম হুমায়ুন আক্তার শিমুল।
পাটগ্রাম পৌরসভায় বর্তমান মেয়র শমসের আলী পেয়েছেন ‘নৌকা’, বিএনপির এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল ‘ধানের শীষ’ এবং জাতীয় পার্টির (এরশাদ) আব্দুল হামিদ বেঞ্জু ‘লাঙ্গল’ প্রতীক পেয়েছেন।
এছাড়া, লালমনিরহাট পৌরসভায় ৫৬ কাউন্সিলর প্রার্থী ও ১৫ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং পাটগ্রাম পৌরসভায় ৩১ কাউন্সিলর ও আট সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমজেড