ময়মনসিংহ: ময়মনসিংহের ৯ পৌরসভায় মেয়র পদে ৩৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টা নাগাদ তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তাগাছা পৌরসভায় মেয়র পদে ৫ জন, ফুলপুরে ৪ জন, ফুলবাড়িয়ায় ৪ জন, ভালুকায় ৪ জন, ত্রিশালে ৪ জন, গফরগাঁওয়ে ২ জন, ঈশ্বরগঞ্জে ৪ জন, নান্দাইলে ৫ জন ও গৌরীপুরে ৩ জনকে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সাধারণ কাউন্সিলর পদে ৯ পৌরসভায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ৩১৮ প্রার্থীকে। এর মধ্যে মুক্তাগাছায় ৩২ জন, ফুলপুরে ৪৫ জন, ফুলবাড়িয়ায় ৪৬ জন, ভালুকায় ৩১ জন, ত্রিশালে ৩২ জন, গফরগাঁওয়ে ৩২ জন, ঈশ্বরগঞ্জে ২৭ জন, নান্দাইলে ৩২ জন এবং গৌরীপুরে ৪১ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ১০৬ প্রার্থীকে। এর মধ্যে মুক্তাগাছায় ১২ জন, গৌরীপুরে ১৬ জন, ঈশ্বরগঞ্জে ১১ জন, নান্দাইলে ৯ জন, ফুলপুরে ১০ জন, ফুলবাড়িয়ায় ১২ জন, ভালুকায় ১০ জন, ত্রিশালে ১৫ জন ও গফরগাঁওয়ে ১১ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএসআর