খাগড়াছড়ি: এমন একটা সময় ছিল যখন কিনা আওয়ামী লীগ কিংবা বিএনপির কোনো নেতাকর্মী একে অপরের কাছাকাছি হলেই কথা কাটাকাটি, হাতাহাতি কিংবা সংঘর্ষে জড়িয়ে যেত।
সময় অনেক বদলে গেছে।
খাগড়াছড়ি পৌরসভাকে শান্তি সম্প্রীতির বন্ধন তৈরির কথা বললেন পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীরা। অঙ্গীকার করলেন মিলেমিশে কাজ করার। দেখালেন ঐক্যের দৃষ্টান্ত।
জাতীয় চরিত্রের উল্টো চিত্র খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী প্রচারণায়। তাই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা সাধারণ ভোটারদেরও।
প্রচারণার অংশ হিসেবে পৌর শহরের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বড় দুই দলের জেলা কার্যালয়ের আশপাশেও ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ভোট দেবেনা যেনেও অন্য দলের প্রার্থীর কোছে দোয়া চাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করছে অপর প্রার্থী।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শানে আলম বলেন, এখন মারামারি-কাটাকাটি করে মানুষের মন জয় করা যায়না। শহর উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
তিনি বলেন, খাগড়াছড়ি পৌরসভায় শান্তি, সম্প্রীতি, আর সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমরা মিলেমিশে কাজ করবো।
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন, নির্বাচনে যেই জয় লাভ করুক, আমরা কিন্তু শহরে শান্তির ধারা অব্যাহত রাখতে ভেদাভেদ ভুলে মিলেমিশে কাজ করবো।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএইচ