ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কোটচাঁদপুরে ৩০০ ব্যালট পেপার বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কোটচাঁদপুরে ৩০০ ব্যালট পেপার বাতিল

ঝিনাইদহ: অবৈধভাবে সিল মারার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধছড়া ভোটকেন্দ্রে ৩০০ ব্যালট পেপার বাতিল করে দিয়েছেন প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় পৌরসভা নির্বাচনে ভোট শুরু হয়েছে।



এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজ্জাদ বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে এ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সহিদুজ্জামান সেলিমের সমর্থকরা অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারছিলেন। এ অবস্থায় সেখান থেকে এভাবে সিল মারা ৩০০ ব্যালট পেপার জব্দ করে বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।