সাভার (ঢাকা): সাভারে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভায় আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে সাভার উপজেলা নির্বাচন কমিশন।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় সাভার উপজেলা নির্বাচনে মেয়র প্রার্থী, সংরক্ষিত আসন ও সাধারণ আসনের কাউন্সিল প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন খাঁন নইম অভিযোগ করে বলেন, তার নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তরা হামলা ও নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।
ভোটাররা যেনো সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, এর ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও রির্টানিং কর্মকতা শাহা আলম।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ওএইচ/এসএস