ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন

পৌর নির্বাচন

শ্রীপুরের আ’লীগ মেয়র প্রার্থীর কর্মীকে জরিমানা

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, ডিসেম্বর ২৩, ২০১৫
শ্রীপুরের আ’লীগ মেয়র প্রার্থীর কর্মীকে জরিমানা

গাজীপুর: একের বেশি মাইক ব্যবহারের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনিছুর রহমানের এক কর্মীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ জরিমানা করা হয়।


 
আদালতের বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা জানান, নির্বাচনী প্রচারণার জন্য এক সঙ্গে একের অধিক মাইক ব্যবহার নিষিদ্ধ থাকলেও মেয়র প্রার্থী আনিছুর রহমানের পক্ষে এক সঙ্গে দু’টি মাইক ব্যবহার করে মাইকিং করার অভিযোগে তার কর্মী মো. ইব্রাহিমকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি তা পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।