ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গাংনীতে আচরণবিধি ভঙ্গ করায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
গাংনীতে আচরণবিধি ভঙ্গ করায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

মেহেরপুর: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মিছিল করায় গাংনী পৌরসভা নির্বাচনের ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাইদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।



রাহাত মান্নান জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে রাস্তায় মিছিল করায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পৌর নির্বাচন আচরণ বিধিমালা ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হলে প্রার্থী সাইদুল ইসলাম পরিশোধ করেন। এসময় তাকে আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।