ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গোপালগঞ্জে নির্বাচনী সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
গোপালগঞ্জে নির্বাচনী সামগ্রী বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সামগ্রী বিতরণ করা হয়।


 
এদিকে, বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থীরা তাদের নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এখন প্রিজাইডিং অফিসাররা স্ব-স্ব কেন্দ্রে বুথ তৈরির কাজ শুরু করছেন। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ দু’টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।

গোপালগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার মো. মোমিনুর রহমান ও টুঙ্গীপাড়া পৌরসভা রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান মুন্সীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মালামাল বুঝিয়ে দেন।

এর আগে গোপালগঞ্জের ১৯টি এবং টুঙ্গীপাড়া পৌরসভায় ৯টি কেন্দ্রের প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়। ইতোমধ্যে এ দু’টি পৌরসভা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব তাদের টহল শুরু করেছে। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।