ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নরসিংদী থেকে সেরাজুল ইসলাম, মহিউদ্দিন মাহমুদ

মাধবদীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ৫টিতে স্থগিত

সেরাজুল ইসলাম সিরাজ ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মাধবদীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ৫টিতে স্থগিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী থেকে: নরসিংদীর মাধবদী পৌরসভার ইউজডম প্রিপারেটরি স্কুল ভোটকেন্দ্রে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।  

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা সুজন মিয়ার নেতৃত্বে ইউজডম প্রিপারেটরি স্কুল কেন্দ্রে হামলা চালানো হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কারচুপির গুজব ছড়িয়ে পড়লে কেন্দ্রে ইট-পাটকেল নিক্ষেপসহ তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ভোটকেন্দ্রের ছাউনিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্কুলের পরিচালক শামিমুল হাসান বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণ ছাড়াও স্কুলের বেশ ক্ষতি করা হয়েছে। পানির ট্যাংকি ভাংচুর করা হয়েছে। স্কুলের বারান্দায় মনিষীদের ছবিও ভাংচুর করে সন্ত্রাসীরা।

হামলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভোটগ্রহণ স্থগিত ও ভোট বাক্স নিয়ে যায়।

এ হামলায় স্কুলের গার্ড হযরত আলী ও পরিচালক শামিমুল হাসান আহত হয়েছেন।


এ নিয়ে মাধবদী পৌরসভায় দুপুর পর্যন্ত মোট পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

পৌরসভার মোট ১২টি কেন্দ্রের মধ্যে এর আগে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যাওয়া অন্য কেন্দ্রগুলো- ফজলুল করিম মাস্টার কিন্ডারগার্টেন স্কুল, মাধবদী মহাবিদ্যালয়, নূর আলম ভূঁইয়া কিন্ডারগার্টেন এবং কোতায়ালির চর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এফবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।