ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন

সাধারণ ছুটি হয়নি কলকারখানায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, ডিসেম্বর ৩০, ২০১৫
সাধারণ ছুটি হয়নি কলকারখানায়

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে স্থানীয় কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ সরকারি ছুটির নির্দেশ থাকলেও নির্বাচনী এলাকায় বেশ কিছু কলকারখানা খোলা রয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার ও স্থানীয় এসএম নিট ওয়্যার কারখানার ফিনিশিং ম্যানেজার আইয়ুব আলী জানান, আমাকে বুধবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা ছুটি দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশ মেনে ছুটি ঘোষণা করলে অফিস নিয়ে চিন্তা হতো না।

একই কথা বললেন, স্থানীয় রঙ্গিলা বাজার এলাকার প্যারাডাইস ফ্যান কারখানার অপারেটর মো. গোলাম মোস্তফা। তিনি জানান, কারখানার পক্ষ থেকে কোনো ছুটি ঘোষণা করা হয়নি। ভোট দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করে ছুটি নিতে হয়েছে। এর জন্য অফিস একদিনের মজুরি কেটে নেবে।

শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, কারখানা ছুটি না দেওয়ার বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।