ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সাতক্ষীরায় কাউন্সিলর প্রার্থীর ২ সমর্থককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সাতক্ষীরায় কাউন্সিলর প্রার্থীর ২ সমর্থককে জরিমানা

সাতক্ষীরা: আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে সাতক্ষীরা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মাহমুদ পাপার দুই সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ কেন্দ্রের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ জরিমানা করেন।



মনিরা পারভীন জানান, নিজেদের দোকানে খাবার মজুদ রেখে তা ভোটারদের মধ্যে বিতরণের অভিযোগে সরকারি কলেজ মোড়ের দোকানি করুনাময়ীকে তিন হাজার ও সুকুমার অধিকারীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

তবে সুকুমার অধিকারী জানান, তারা ভোটারদের প্রভাবিত করার জন্য নয় নিজেদের কর্মী ও পোলিং এজেন্টদের জন্য খাবার এনেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।