ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পরাজয় জেনেই কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পরাজয় জেনেই কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৌরসভা নির্বাচনে পরাজয় হবে জেনেই বিএনপি কেন্দ্র দখলের অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার‌্যালয়ে পৌরসভা নির্বাচন নিয়ে দিনের শেষ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।



হানিফ বলেন, নির্বাচনে বিএনপি-জামায়াত কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। আর পরাজয় জেনেই আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে ১৫৭ পৌরসভা দখলের অভিযোগ তুলেছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি প্রথমে ৬০টি কেন্দ্র দখলের যে অভিযোগ তুলেছে সেটা ২৩৪টি পৌরসভার তুলনায় খুবই নগণ্য।

অতীতের যেকোনো স্থানীয় নির্বাচনের চেয়ে এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নির্বাচনে শেষ পর‌্যন্ত থাকায় বিএনপিকে ধন্যবাদ জানান হানিফ।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের ফলাফল যাই হোক সেটা সব দলকে মেনে নিতে হবে। এ ফলাফল ২০১৯ সালের জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএ/আরইউ/এএ

** বিএনপি পৌর নির্বাচনে ত্রাস সৃষ্টি করেছে
** বিএনপি-জামায়াত প্রশ্রয় পাচ্ছে, অভিযোগ আ’লীগের

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।