ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আ’লীগ ৬, আ’লীগ বিদ্রোহী ৩, বিএনপি ১

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আ’লীগ ৬, আ’লীগ বিদ্রোহী ৩, বিএনপি ১

ঢাকা: ২৩৩ পৌরসভার মধ্যে বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা পর্যন্ত ৯টিতে মেয়র পদে বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ৫টি ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীরা ৩টিতে বিজয়ী হয়েছেন।

বিএনপির প্রার্থী পেয়েছেন একটি মেয়র পদ।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ধুনট (বগুড়া)
বগুড়ার ধুনট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহ (জগ) ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৪৬৪ ভোট। আওয়ামী লীগের প্রার্থী শরীফুল ইসলাম খান (নৌকা) ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন।

গাংনী (মেহেরপুর)
মেহেরপুরের গাংনীতে মেয়র পদে  আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) জগ প্রতীকে ৭ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আহমেদ আলী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৪১৬ ভোট।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।