ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভোলার ৩ পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোলার ৩ পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

ভোলা: ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম ও দৌলতখানে জাকির হোসেন তালুদকার।

এ তিন প্রার্থীই দ্বিতীয়বারে মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

ভোলা সদর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ১৩২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭২৭ ভোট।

ভোলা সদরের রিটার্নিং অফিসার সুব্রত কুমার সিকদার বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দৌলতখান পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার পেয়েছেন ৬ হাজার ৯৭৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৬৭৯ ভোট। বেসরকারি ফলাফলে জাকির হোসেন বিজয়ী হয়েছেন।

দৌলতখান উপজেলা রিটার্নিং অফিসার মুস্তাফিজুর রহমান বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কাকন পেয়েছেন ৬৪৪ ভোট।

বোরহানউদ্দিন উপজেলা রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

** সুন্দরগঞ্জে আ’লীগ প্রার্থী জয়ী
** দৌলতখানে আ’লীগের মেয়র প্রার্থী জাকির জয়ী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।