ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

নির্বাচন

মেহেন্দীগঞ্জে আ’লীগের মেয়র প্রার্থী কামাল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, ডিসেম্বর ৩০, ২০১৫
মেহেন্দীগঞ্জে আ’লীগের মেয়র প্রার্থী কামাল জয়ী কামাল উদ্দিন খান

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন খান (নৌকা) পেয়েছেন ১২ হাজার ২০৭ ভোট।

এছাড়া বিএনপির প্রার্থী মো. গিয়াসউদ্দিন দিপেন (ধানের শীষ) ১ হাজার ৪৮৬ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন খোকন গাজী (হাত পাখা) ১ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তাজিম উর রহমান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।