ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন

পৌর নির্বাচন

বোয়ালমারীতে জামায়াতের জামানত বাজেয়াপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বোয়ালমারীতে জামায়াতের জামানত বাজেয়াপ্ত

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীক নিয়ে মাত্র ৪শ’ ২৫ ভোট পেয়েছেন।



বোয়ালমারী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুজ্জামান জানান, বোয়ালমারীতে ১৮ হাজার ৯শ’ ৭৪ ভোটারের মধ্যে ১৬ হাজার ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৮৪ শতাংশ।

তিনি জানান, চারজন মেয়র প্রার্থীর মধ্যে জামায়াতের ওই নেতা জামানত হারিয়েছেন।

এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফ্‌ফর হোসেন (জগ প্রতীক) ৭ হাজার ৫৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আব্দুর শুকুর শেখ (ধানের শীষ) ৫ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান মীরদাহ পিকুল। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯ ভোট।

এছাড়া ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মুরাদ হোসেন বিকুল মাত্র ২শ’ ৫৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নগরকান্দা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, পৌরসভায় ৭ হাজার ৬২৯ ভোটের মধ্যে ৫ হাজার ৭৮৮ ভোট কাউন্ট হয়েছে। যা শতকরা ৭৬ শতাংশ।

নির্বাচনের বিধি অনুযায়ী ভোটারদের দেওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এতে মেয়র প্রার্থীদের জামানতের ১৫ হাজার টাকা তারা ফেরত পাবেন না।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।