ঢাকা: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ২৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনের (ইসি) সমন্বয় করা প্রতিবেদন থেকে জানা গেছে, ৬২০ ইউপির মধ্যে ৮১টিতে বিএনপির প্রার্থী নেই।
প্রথম ধাপে আওয়ামী লীগের ৫৪ জন এবং দ্বিতীয় ধাপে ৩৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ধাপে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ২ হাজার ৬৭২ জন। এর মধ্যে ১৪টি দল ১ হাজার ৪৮৭ জন প্রার্থী দিয়েছে। আর অবশিষ্টরা স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবার দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
ইইউডি/জেডএস