ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন

শেরপুরে ৪ চেয়ারম্যানসহ ২৭ জনের প্রার্থীতা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
শেরপুরে ৪ চেয়ারম্যানসহ ২৭ জনের প্রার্থীতা প্রত্যাহার

বগুড়া: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) বগুড়ার শেরপুর উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৪ জন চেয়ারম্যানসহ মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ৫ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ১৮ জন প্রার্থী রয়েছেন।

 

সোমবার (১৮ এপ্রিল) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

গাড়ীদহ ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যহারকারীরা হলেন-২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে মো. গোলাম রব্বানী ও ৩ নং ওয়ার্ডে মো. রায়হান কবির লিটন।

শাহবন্দেগী ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যহারকারীরা হলেন- ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য (মহিলা) পদে হালিমা খাতুন, ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে সঞ্জিত কুমার সরকার ও বেলাল হোসেন, ৫ নং ওয়ার্ডে আব্দুল হালিম।

খামারকান্দি ইউনিয়নে একমাত্র মনোনয়নপত্র প্রত্যহারকারী হলেন- চেয়ারম্যান পদে মো. সেলিম রেজা।

বিশালপুর ইউনিয়নে একমাত্র মনোনয়নপত্র প্রত্যহারকারী হলেন- চেয়ারম্যান পদে মো. গোলাম সরওয়ার।

ভবানীপুর ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যহারকারীরা হলেন- ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য (মহিলা) পদে নুরুন্নেছা বেগম, ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে মো. রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে মো. ফেরদৌস আলী, ৯ নং ওয়ার্ডে মো. রেজাউল করিম ও মো. হাবিবুর রহমান।

সুঘাট ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যহারকারীরা হলেন- ১ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য (মহিলা) পদে নুরজাহান বেগম, ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে মো. জোরাল হোসেন খান, ৭নং ওয়ার্ডে মো. সুজাবত আলী।

খানপুর ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যহারকারীরা হলেন- ১ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য (মহিলা) পদে মজিদা খাতুন, ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে জগোনন্দ সিংহ।

সীমাবাড়ী ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যহারকারীরা হলেন- চেয়ারম্যান পদে মো. গোলাম ফারুক, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য (মহিলা) পদে আঙ্গুর খাতুন, ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে মো. আবুল কালাম আজাদ, ৬ নং ওয়ার্ডে মো. রেজাউল হক সরকার।

কুসুম্বী ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যহারকারী একমাত্র প্রার্থী হলেন ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে মো. ইকবাল।

মির্জাপুর ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যহারকারীরা হলেন- চেয়ারম্যান পদে মো. আব্দুল মোনায়েম খান, ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে মো. আজিজুর রহমান (মিন্টু), ৭ নং ওয়ার্ডে মো. আব্দুস সালাম ও ৯ নং ওয়ার্ডে মো. আব্দুর রশিদ খন্দকার।

নির্বাচন তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ৭ মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।