ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

৩ ইউপির নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
৩ ইউপির নির্বাচন স্থগিত

ঢাকা: মাদারীপুর সদরের ৯ নং শিলারচর ইউপি, শরীয়তপুরের পালং উপজেলার ১১ নং মাহমুদপুর ইউপি ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ইউনিয়ন পরিষদগুলোতে ২৩ এপ্রিল (শনিবার) ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল।

আইনি জটিলতার কারণে শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. শামসুল আলম রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন বন্ধের নির্দেশনা পাঠিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য চিঠি দেন।

শনিবার তৃতীয় ধাপে ৬২০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ ছিল। এ তিনটি ইউপি স্থগিত করায় এখন ৬১৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

এবার সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে নির্বাচন করছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।