ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন: জালভোট দেওয়ায় ঝিনাইদহে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
ইউপি নির্বাচন: জালভোট দেওয়ায় ঝিনাইদহে যুবকের কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নে শীতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে মোতালেব জোয়াদ্দার (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মে) সকাল ১১টায় ওই কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

মোতালেব ওই গ্রামের মতিয়ার রহমান জোয়াদ্দারের ছেলে।

মনিরা পারভীন বাংলানিউজকে জানান, জালভোট দেওয়ার সময় আটক হওয়ায় ১৭১(চ) দণ্ডবিধির ১৮৬০ ধারার আইনে মোতালেবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।