ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শেখেরকোলার এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ৪, ২০১৬
শেখেরকোলার এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছবি: আরিফ জাহান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার শেখেরকোলা থেকে: বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ায় সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
 
শনিবার (০৪ জুন) সকাল সোয়া দশটার দিকে শেখেরকোলা ইউনিয়নের তেলিহারি মহিউদ্দীন আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।


 
এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রফিকুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করেছেন। তিনি তেলিহারি এলাকার মঞ্জুর ছেলে।
 
কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল কেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা দ্রুত কেন্দ্রের ৪টি বুথের ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ কেন্দ্রে ভোটগ্রহণের মতো ব্যালট পেপার অবশিষ্ট না থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
 
কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৬ জন। ২০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এ ঘটনা ঘটে বলেও জানান সাইফুল ইসলাম।
 
প্রত্যক্ষদর্শী আব্দুল আলিম ও মফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ত্রাসীরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় ভোটারদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমবিএইচ/জিসিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।