নওগাঁ: নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এই আসনে দলীয় প্রতীক নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও এনপিপির তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই উপজেলার মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। আসনটিতে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
আরএ