ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রামপালে ইউপি নির্বাচন: বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
রামপালে ইউপি নির্বাচন: বাবা-ছেলে আটক প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে কথা কাটাকাটি ও নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার আশঙ্কায় মিজানুর রহমান ওরফে বোমারু মিজান ও তার ছেলে তুফানকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজনগর ইউনিয়নের কালেখারবেড় ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক বাবা ছেলেকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক মিজানুর রহমান ওরফে বোমারু মিজান কালেখারবের এলাকার হাবি মাতুব্বরের ছেলে। তুফান বোমারু মিজানের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, পুলিশের সঙ্গে তর্ক করা এবং নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার শঙ্কায় দুই জনকে আটক করা হয়েছে। আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচন শেষ হলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।