ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নৌকায় প্রকাশ্যে সিল, ভোটগ্রহণ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
নৌকায় প্রকাশ্যে সিল, ভোটগ্রহণ বন্ধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদীপুর ইউনিয়নের নানাখী ৮ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর পুরুষ কেন্দ্রে নৌকার পক্ষে প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। এসময় প্রিজাইডিং অফিসারকে নিজ কক্ষে দরজা বন্ধ করে বসে থাকতে দেখা যায়।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে এ চিত্র দেখা গেছে।

এসময় প্রিজাইডিং অফিসার এ চিত্র দেখে ভোটগ্রহণ বন্ধ করে দেন। এছাড়া তিনি রিটার্নিং কর্মকর্তাকে ফোন দিয়েও অতিরিক্ত পুলিশের সহযোগিতা পাননি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আজহার হোসেন ভূইয়া জানান, ভোটের কোন নিয়ম মানা হচ্ছে না। বারবার সতর্ক করেও যখন কাজ হয়নি তখন ভোটগ্রহণ বন্ধ রেখেছি। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ১২টা ৫১ মিনিটে ভোটগ্রহণ আবার চালু করা হয়।

এসময় প্রকাশ্যে সিল দেওয়ার বিষয়টি তার নজরে আনা হলে তিনি এড়িয়ে যান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।