ময়মনসিংহ: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।
সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে জুলহাস (৫০), আনোয়ার হোসেন (২৫) ও জোসনা (৪০) নামে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুল হাসান বাংলানিউজকে জানান, সাখুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রোববার (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে আব্দুল মজিদ ও আবু সাঈদ পরাজিত হন। এতে সিদ্দিকুর রহমান জয়লাভ করেন। পরে দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
জেডএ