ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০২২
আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থীকে জরিমানা মো. আলমগীর মিয়া

বরগুনা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) মো. আলমগীর মিয়াকে (আলম মুন্সিকে) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ দণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, বরগুনার তালতলীত উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নের নৌকা প্রার্থী মো. আলমগীর মিয়ার নির্বাচনী প্রচারণায় মিছিল ও স্লোগান চলছিল। এ অভিযোগে আদালত তাকে এ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা ২০১৬ এর (৩১) ১১ ও ২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তিনি আরও বলেন, যে প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবেন তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।