ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

‘ভোটাররা বেঈমানী করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
‘ভোটাররা বেঈমানী করেছে’ আব্দুল মুহিত।

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পরপর দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেও কোনো ভোটারের মন জয় করতে পারলেন না আব্দুল মুহিত। দুইটি নির্বাচনের কোনোটিতেই একটিও ভোট পাননি তিনি।


 
সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া জেলা পরিষদ নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডের (নবীগঞ্জ) সদস্য পদে সিএনজি অটোরিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মুহিত। তিনি উপজেলার বাজকাশারা গ্রামের বাসিন্দা।
 
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত তিন নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৮৫। এর মধ্যে একটি ভোটও পড়েনি অটোরিকশা প্রতীকে। ফলাফল ঘোষণার পর তাঁর প্রতিক্রিয়া ছিল- ভোটাররা তাঁর সঙ্গে বেঈমানী করেছে।
 
এর আগেরবার ২০১৬ সালের ২৮ ডিসেম্বর ৫টি ইউনিয়নের ৬৭টি ভোটারের নির্বাচনে উঠপাখি প্রতীকে অংশ নিয়েছিলেন আব্দুল মুহিত। সেবারও তিনি একটিও ভোট পাননি।
 
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।