ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সেনাবাহিনীতে যোগ দিলেন বিটিএস তারকা জিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
সেনাবাহিনীতে যোগ দিলেন বিটিএস তারকা জিন

কে-পপ মেগাব্যান্ড বিটিএস তারকা জিন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন।

যেখানে তাকে ছোট চুলে দেখা যায়।

ওই পোস্টে ৩০ বছর বসয়ী জিন লেখেন- আমাকে আমার প্রত্যাশার চেয়েও সুন্দর দেখাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, দেশের ১৮-২৮ বছর বয়সী, শারীরিকভাবে ফিট সব পুরুষকে অবশ্যই দুই বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হবে। নিয়ম অনুসারে সেনাবাহিনীতে যোগ দিতে হচ্ছে বিটিএস’র এ তারকাকে।

বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তের ইয়নচেয়ন শহরে কাছে একটি বুটক্যাম্পে আগামী পাঁচ সপ্তাহের জন্য প্রশিক্ষণ শুরু করেছেন জিন। প্রশিক্ষণের পর তাকে সেনাবাহিনীর একটি ফ্রন্টলাইন ইউনিটে নিয়োগ দেওয়া হবে।

ইয়নচেয়নেও ওই বুটক্যাম্পে জিনের সহকর্মী ৩০ জন। তাদের সঙ্গেই এ সংগীত তারকাকে মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমাতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে অস্ত্র ‍ও গোলাবারুদ ব্যবহার করতে হয়, আপাতত সে প্রশিক্ষণ নেবেন জিন।

প্রশিক্ষণ শেষ হলে জিন ও তার সহকর্মীরা ফ্রন্টলাইন ইউনিটের সঙ্গে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে অবস্থান করবেন।

জিনের পাশাপাশি ‘বিটিএস আর্মির’ বাকি সদস্যরাও সেনাবাহিনীতে যোগদান করবেন। বিটিএস’র ব্যবস্থাপনা টিম জানিয়েছে, দলের সাত সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠজনের বয়স ২৪ বছর। তিনিও বাকিদের সঙ্গে সেনাদলে যোগ দেবেন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।