জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। উৎসবের শিরোনাম ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’।
সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)র জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চলচ্চিত্র উৎসব।
এ বিষয়ে জানা গেছে, সোমবার দুপুর ২ টা থেকে শুরু হতে যাওয়া উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ এই চারটি সিনেমা প্রদর্শিত হবে।
‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এনএটি