ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

সায়ীদের কথায় গাইলেন কাজী শুভ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
সায়ীদের কথায় গাইলেন কাজী শুভ  মুসাইব হাসান সায়ীদ-কাজী শুভ

মুসাইব হাসান সায়ীদের গীতিকবিতায় ‘প্রেমের সাম্পান’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী কাজী শুভ। গানটির সুর করেছেন সফিক মাহমুদ, সংগীত আয়োজন করছেন তরুণ সংগীত পরিচালক কাওসার খান।

প্রেম, ও বিরহের গল্প নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন শামীম আহসান। এতে অভিনয় করেছেন সায়ীদ এবং ফারহানা ফারিয়া।

গানের গীতিকার সায়ীদ বলেন, যে গানটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায় লেখা নয়। কারণ, মনের মতো একটা গান লেখার চেষ্টা করেছি। শ্রোতাদের পছন্দের সঙ্গে আমার পছন্দের মিশেলে তৈরি হয়েছে গানের ভিডিও। আশা করি এটি শ্রোতা-দর্শকদের হৃদয়ে নাড়া দিবে।

‘প্রেমের সাম্পান’ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বি এম সি ফিল্ম’স নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।