ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সব বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
সব বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে: অপু বিশ্বাস অপু বিশ্বাস

জীবন মানে যুদ্ধ। ব্যক্তি জীবনে যখন ১০০ সিনেমা পার করেছি, তারপরও আমাকে যুদ্ধ করতে হয়েছে।

যুদ্ধের বিপরীতে কেউ যেতে পারে না। আমাদের বাংলাদেশটা যুদ্ধের মাধ্যমেই পেয়েছি। সুতরাং যাদের জীবনে যতোটুকু যুদ্ধ আসবে, তাদের মনে রাখতে হবে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন; যার কারণে পেছন থেকে আক্রমণ আসছে।

কখনোই বিচলিত হবেন না। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন আপন গতিতে-সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এভাবেই বললেন রুপালি পর্দার প্রিয় মুখ অপু বিশ্বাস।  

এসময় এই অভিনত্রী আরো বলেন, যখনই দেখবেন ভেঙে পড়ছেন তখনই আপনার সাকসেস শুরু। এখন দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই সব বাধা ডিঙিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।

বর্তমানে অপু বিশ্বাস অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। চলতি বছরই ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন এই ঢালিউড কুইন।

‘লাল শাড়ি’ সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথমবার অনুদানের মাধ্যমে প্রযোজনায় নাম লেখিয়েছি। আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবাইকে পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে। আমার প্রথম প্রযোজনাটি আপনাদের নিরাশ করবে না।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।