ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের স্ত্রীর নামে জামিন-অযোগ্য ধারায় মামলা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
শাহরুখের স্ত্রীর নামে জামিন-অযোগ্য ধারায় মামলা 

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা হয়েছে।

বুধবার (০১ মার্চ) দেশটির উত্তর প্রদেশ রাজ্যের লখনৌতে সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় মামলাটি করা হয়েছে।

গৌরী খানের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছেন মামলাটি করেছেন মুম্বাইয়ের যশওয়ান্ত শাহ নামের এক ব্যক্তি।

তার অভিযোগ, ফ্ল্যাটের জন্য তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এক কোম্পানির কাছে ৮৬ লাখ রুপি জমা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ফ্ল্যাট তাকে দেওয়া হয়নি। বরং অন্য কাউকে ফ্ল্যাটটি দেওয়া হয়েছে। আর ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত গৌরী খান।  

যশওয়ান্তের দাবি, গৌরীর মতো তারকাকে দেখেই তিনি প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করেছেন। গৌরির দ্বারা প্রভাবিত হয়েই ওই প্রতিষ্ঠানের ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন তিনি। কিন্তু প্রতিষ্ঠান তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।  

মামলায় গৌরী খান ছাড়াও ওই কোম্পানির সিএমডি অনিল কুমার ও ব্যবস্থাপক মহেশ তুলসিয়ানিকেও অভিযুক্ত করা হয়েছে।

যশবন্তের ভাষ্য, এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় শাহরুখ-পত্নীর ওপরও। তাই গৌরির নামে মামলা ঠুকেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী খান। সম্প্রতি ওই সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ বা চুক্তি আছে কি না, তা জানা যায়নি।  

মামলাটির বিষয়ে খান পরিবার কিংবা গৌরীর কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।