ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাফেজ তাকরিমকে বাংলাদেশের আসল হিরো বললেন শিল্পী বেলাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
হাফেজ তাকরিমকে বাংলাদেশের আসল হিরো বললেন শিল্পী বেলাল

২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশর হাফেজ সালেহ আহম তাকরিম।  

তাকরিমের এই অনন্য অর্জনে বাংলাদেশ গর্বিত।

গণমাধ্যমে খবরটি আসার পর থেকেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছেন। এ ক্ষেত্রে পিছিয়ে নেই তারকারাও। তাকরিমকে অভিনন্দন জানানো তারকাদের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান।

বিশ্বজয়ী এ হাফেজকে অভিবাদন জানিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বিমানে ওস্তাদের সঙ্গে অবস্থান করা হাফেজ তাকরিমের একটি ছবি পোস্ট করেছেন শিল্পী বেলাল।  

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অভিনন্দন তাকরিম। টাঙ্গাইল তোমার জন্য গর্বিত। বাংলাদেশের নাম উজ্জ্বল করায় তোমার জন্য দোয়া আর ভালোবাসা। ’

বেলাল আরও লেখেন, ‘বাংলাদেশি মুদ্রায় ৭১ লাখ ৭০ হাজার টাকা প্রায়। দুবাই আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার গ্রহণ করে দেশে ফিরছে তাকরিম ও তার গর্বিত ওস্তাদ। বাংলাদেশের আসল হিরো এরাই। ’

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।