ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

এবার ঈদেও থাকছে ড. মাহফুজুর রহমানের চমক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এবার ঈদেও থাকছে ড. মাহফুজুর রহমানের চমক

প্রতি বছর ঈদেই এটিএন বাংলা চ্যানেলের ঈদ আয়োজনে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠানে চমক থাকে। তার গান দর্শকদের কাছে যেন অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।

আসছে ঈদুল ফিতর উপলক্ষে তিনি একটি হিন্দি গানের ভিডিও অ্যালবাম প্রকাশ করেছেন।

‘হৃদয় তোমাকেই চায়’ শিরোনামের অ্যালবামটির গান শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও এটিএন বাংলা এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে থেকে মুক্তি পেয়েছে।  

মূলত, বেশ কিছু হিন্দি গান কাভার করেছেন ড. মাহফুজুর রহমান। ইতোমধ্যে ‘রাফতা রাফতা’, ‘প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান’, ‘ও মেরে সামনে’ শিরোনামের তিনটি গান মুক্তি পেয়েছে।

নতুন করে এসব গানের সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ণ সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।