ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি: হিরো আলম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি: হিরো আলম

হিরো আলমকে জড়িয়ে সম্প্রতি বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদের একটি মন্তব্যে সারা দেশে তোলপাড় শুরু হয়। সংস্কৃতি অঙ্গনের এ ব্যক্তিত্ব বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি।

সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে।

মামুনুর রশিদের এমন মন্তব্যের বিপরীতে কথা বলতে লাইভেও আসেন হিরো আলম। এরইমধ্যে ফেসবুকে রুচিবিষয়ক  একাধিক স্ট্যাটাসও দিয়েছেন আলোচিত এই ইউটিউবার।

কয়েকদিন আগে দেওয়া এক স্ট্যাটাসে হিরো আলম জানান, ‘রুচির দুর্ভিক্ষ’ কাটাতে বাসায় শিক্ষক রেখে পড়াশোনা করছেন।

এবার তিনি জানালেন, মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছেন, সেজন্য সবার কাছে দোয়াও চাইলেন।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একটি স্ট্যাটাস দেন হিরো আলম।  

তিনি লেখেন, মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি, সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জিহাদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।

স্ট্যাটাসের সঙ্গে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন হিরো আলম। ছবিগুলোতে তার সঙ্গে নতুন দুই সহ-অভিনেত্রীকেও দেখা যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৬,  ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।