ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সেরা নায়ক রাজকুমার, নায়িকা আলিয়া, গায়ক অরিজিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
সেরা নায়ক রাজকুমার, নায়িকা আলিয়া, গায়ক অরিজিৎ রাজকুমার রাও, আলিয়া ভাট ও অরিজিৎ সিং

ভারতীয় সিনেমায় সবচেয়ে জনপ্রিয় পুরস্কার ‘ফিল্মফেয়ার’। দীর্ঘ ৬৮ বছর ধরে নিয়মিত এই পুরস্কার দেওয়া হচ্ছে।

মুম্বাইয়ের ‘জিও ওয়ার্ল্ড কনভেনশস সেন্টারে’ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জমকালো আয়োজনে ৬৮তম ফিল্মফেয়ার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এবারের ফিল্মফেয়ারের সবচেয়ে বড় চমক ছিল সালমান খানের জমজমাট সঞ্চালনা। বলিউডের তারকা খচিত এই সন্ধ্যা ছিল জাঁকজমকপূর্ণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রায় সব তারকা। ২০২২ সালের সেরা সিনেমাগুলোর জন্যই পুরস্কার দেওয়া হল।

এক নজরে বিজয়ীদের তালিকা:

সেরা চলচ্চিত্র: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা চলচ্চিত্র (সমালোচক পুরস্কার): বাধাই দো

সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)

সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার): সঞ্জয় মিশ্র (ভাধ)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)

সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার): ভূমি পেডনেকর (বাধাই দো) ও টাবু (ভুল ভুলাইয়া ২)

সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)

সেরা পার্শ্ব অভিনেতা: অনিল কাপুর (যুগ যুগ জিও)

সেরা পার্শ্ব অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)

সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (কেসারিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গায়ক: অরিজিৎ সিং (কেসারিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গায়িকা: কবিতা শেঠ (যুগ যুগ জিও)

সেরা নবাগত পরিচালক: জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (ভাধ)

সেরা নবাগত (পুরুষ): অংকুশ গেদাম (ঝুন্ড)

সেরা নবাগত (নারী): আন্দ্রেয়া কেভিচুসা (আনিক)

সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিণী (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)

সেরা চিত্রনাট্য: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী ও হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)

সেরা গল্প: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী (বাধাই দো)

সেরা অ্যাকশন: পারভেজ শেখ (বিক্রম ভেদা)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা কোরিওগ্রাফি: ক্রুতি মহেশ (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা কস্টিউম ডিজাইন: শীতল শর্মা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সম্পাদনা: নিনাদ খানোলকার (অ্যান অ্যাকশন হিরো)

সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সাউন্ড ডিজাইন: বিশ্বদীপ দীপক চ্যাটার্জী (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা ভিএফএক্স: ডিএনইজি, রেডফাইন (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

আজীবন সম্মাননা: প্রেম চোপড়া

আরডি বর্মন পুরস্কার, মিউজিক ট্যালেন্ট: জাহ্নবী শ্রীমংকর (ঢোলিড়া, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এনএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।