ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

লিলির কোটি টাকার আংটি চুরি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মে ১২, ২০২৩
লিলির কোটি টাকার আংটি চুরি! লিলি কলিন্স

হলিউড অভিনেত্রী লিলি কলিন্স। ‘এমিলি ইন প্যারিস’খ্যাত এই অভিনেত্রীর বাগদানের আংটি চুরি হয়েছে।

গেল ৬ মে পশ্চিম হলিউডের এডিশন হোটেল থেকে আংটিটি হারান তিনি।

পিপল ডটকম জানিয়েছে, বাগদানের আংটি ও অন্যান্য জিনিসপত্র স্টোরে রেখে সানসেট উপভোগ করার জন্য হোটেলে প্রবেশ করেন, ফিরে এসে আংটিসহ বেশ কিছু জিনিস পাননি লিলি।

জেসিকা ফিলিনের সিইও এবং জুয়েলারি ডিজাইনার জেসিকা ফিলিন অ্যালেন পপসুগার ডটকমকে বলেন, তিন ক্যারাটের একটি রোজ কাট হিরা দিয়ে তৈরি করা হয়েছে এই আংটি। আনুমানিক এই আংটির দাম ১ লাখ ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৪ লাখ টাকার বেশি।

২০১৯ সালে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিলি। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর চুরি হওয়া এই আংটি পরিয়ে বাগদান সারেন। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিলি-চার্লি।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।