এবার ঢাকা মাতাতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন। ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি।
এই কনসার্টের জন্য তিন ধরনের টিকিট বিক্রি হয়েছে। এর দাম ছিল সাড়ে ৪ হাজার, ৩ হাজার ও ১ হাজার ৮০০ টাকা।
তবে এক সপ্তাহের ব্যবধানে কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমনটিই জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।
জানা গেছে, আগামী ১ জুন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্ট। অনুব জৈন ছাড়াও এতে গাইবেন তাহসান খান, প্রীতম হাসান ও জেফার থাকবেন।
কনসার্টে অংশ নিতে ১ জুন সকালে ঢাকায় আসবেন অনুব জৈন। রাতে গান পরিবেশন করে ঢাকায় থাকবেন। পরদিন সকালের ফ্লাইটে ভারতের ফিরে যাবেন।
মুম্বাইয়ে জন্ম নেওয়া অনুব অনুব মূলত গিটার ও ইউকেলের বাজিয়ে গান করেন। ইতোমধ্যেই তিনি ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’-এর মতো গান উপহার দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এনএটি