ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিটিএসকে নিয়ে চলচ্চিত্রকার অনার্যের বই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
বিটিএসকে নিয়ে চলচ্চিত্রকার অনার্যের বই

কোরিয়ার জনপ্রিয় পপ সংগীতের দল বিটিএসের আদ্যোপান্ত নিয়ে একটি বই লিখেছেন চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ। বইয়ের শিরোনাম ‘বিটিএস : সিউল টু সোল’।

শুক্রবার (১৯ মে) থেকে বইটি বাজারে পাওয়া যাচ্ছে।

জানা গেছে, বিটিএসের সাত তারকার জীবনবৃত্তান্ত, বিটিএসের সংকট-সংগ্রাম, শো, অ্যালবাম এবং পুরস্কারেরও একটি তালিকা রয়েছে এ বইয়ে। কোরিয়ার কালচারাল ওয়েভ এবং সফট পাওয়ার চর্চা বিষয়েও একটি গুরুত্বপূর্ণ নিবন্ধও প্রকাশিত হয়েছে এতে।

বইয়ের লেখক অনার্য মুর্শিদ বলেন, আমি একজন বাংলাদেশি বিটিএস ভক্তের সাংস্কৃতিক সংকটকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র নির্মাণ করছি। চলচ্চিত্রটির প্রিপ্রোডাকশন করতে গিয়ে কে-পপ বিষয়ে একটি বইয়ের খুব প্রয়োজনীয়তা অনুভব করি। আমি আশা করি দীর্ঘদিন ধরে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক সেতু নির্মাণ হচ্ছে সেখানেও বইটি একটি ভূমিকা পালন করবে।

প্রায় ১৫০ পৃষ্ঠার পেপারব্যাকের এ বইটি প্রকাশ করেছে উজান। প্রচ্ছদ করেছেন লায়লা ফেরদৌসী। এছাড়া উজানের পেজ, রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যাচ্ছে।

পশ্চিমবঙ্গের বিটিএস ভক্তরা বইটি ‘তবুও প্রয়াস’, ‘লালন’ ও ‘চন্ডাল বুকস’ থেকে সংগ্রহ করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet