ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

নতুন ধারাবাহিক ‘জাদু নগর’, প্রচার শুরু ১৩ জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
নতুন ধারাবাহিক ‘জাদু নগর’, প্রচার শুরু ১৩ জুন

প্রচার শুরু হতে যাচ্ছে তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক ‘জাদু নগর’। মঙ্গলবার (১৩ জুন) থেকে আরটিভিতে প্রচার হবে এ নাটকটি।

কায়সার আহমেদের পরিচালনায় আহমেদ শাহাবুদ্দিনের রচনায় সপ্তাহে তিন দিন, অর্থাৎ প্রতি মঙ্গলবার থেকে বৃহষ্পতিবার রাত ১০ টায় প্রচার হবে নাটকটি।  

‘জাদু নগর’ ধারাবাহিকের অভিনয় করেছেন মীর সাব্বির, ডা. এজাজ, নাদিয়া আফরিন মীম, আ.খ.ম হাসান, শামীম হাসান, শাহেদ আলী, বিনয় ভদ্র, ওয়ালিউল হক রুমি, টুটুল চৌধুরী, তানভীর মাসুদসহ অনেকে।

ধারাবাহিকের টাইটেল গানটি লিখেছেন আশিক বন্ধু। নাজির মাহমুদের সুরে গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা।

পরিচালক কায়সার আহমেদ বলেন, ধারাবাহিক নাটক ‘জাদু নগর’ আমার নিজেরও খুব পছন্দের কাজ। নাটকটি নিয়ে অনেক আশাবাদী আমি। আশা করছি, এটি দর্শকদের বেশ আনন্দ দেবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।