ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

আজ ঢাকা মাতাবেন অনুপম, থাকছেন আরও যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, জুলাই ৬, ২০২৩
আজ ঢাকা মাতাবেন অনুপম, থাকছেন আরও যারা অনুপম রায়

ঢাকার শ্রোতাদের গান শোনাবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও ব্যান্ড তালপাতার সেপাই। সঙ্গে থাকবেন বাংলাদেশের অর্ণব, ব্যান্ড মেঘদল ও হাতিরপুল সেশনস।

বৃহস্পতিবার (০৬ জুলাই) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন তারা। এর আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টে অংশ নিতে বুধবার দুপুরেই ঢাকায় এসেছেন অনুপম ও তালপাতার সেপাই।

চলতি বছরের শুরুতে বাংলাদেশে এসেছিলেন অনুপম। সেবার নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেছিলেন তিনি।

এ দেশে গান পরিবেশন নিয়ে অনুপম বলেন, এর আগেও অনেকবার এসেছি বাংলাদেশে। এখানকার মানুষ আমায় টানে। এখানে গান করে আমি আনন্দ পাই। তাই ঢাকা থেকে ডাক পেলে মিস করতে চাই না।

অন্যদিকে জুন মাসেই ঢাকার শ্রোতাদের সামনে গেয়েছে পশ্চিমবঙ্গের ব্যান্ড ‘তালপাতার সেপাই’। ব্যান্ডটির ‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহরে’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানগুলোর সুরে মুখরিত ছিল পুরো আলোকি কনভেনশন সেন্টার। এবারের কনসার্ট নিয়েও দারুণ আশাবাদী ব্যান্ডটি।

‘তালপাতার সেপাই’র ভোকাল প্রিতম দাস বলেন, গতবারের কনসার্টে দর্শকের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছিলাম। এবারও আশা করছি পাব। চেষ্টা করব পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করার।

জানা গেছে, বিকেল ৫টায় মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।