ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

বিনোদন

মাদ্রাসায় পড়েছি, হোস্টেলে থেকেছি, পলিটিক্স ভালো জানি: রাফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
মাদ্রাসায় পড়েছি, হোস্টেলে থেকেছি, পলিটিক্স ভালো জানি: রাফি রায়হান রাফি

ঈদের সিনেমা নিয়ে নোংরা পলিটিক্স হচ্ছে বলে মনে করছেন - ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা রায়হান রাফি। এই নির্মাতার ভাষ্য, ‘আমি মাদ্রাসায় পড়েছি, হোস্টেলে থেকেছি, এ জন্য পলিটিক্সটা আমি খুব ভালো করেই জানি।

যারা হোস্টেলে থাকে তারা পলিটিক্স জানে। পলিটিক্স না জানলে আমি এখানে আসতে পারতাম না।

শনিবার (০৮ জুলাই) রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে শনিবার ‘সুড়ঙ্গ’ সিনেমার স্পেশাল শো’এর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেছেন রাফি।

উপস্থিত সাংবাদিকদের রায়হান রাফি বলেন, শাকিব ভাই এতবড় একজন স্টার এতে কোন সন্দেহ নেই, উনার সিনেমা এত ভালো চলতেছে। উনার উচিত একটা ভিডিও বার্তা উনার ফ্যানদের দেওয়া... যে তোমারা মানুষের পোস্টে নোংরামি করো না।

শাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে রাফি বলেন, ‘আপনারা ‘প্রিয়তমা’ নিয়ে লাফালাফি করেন না, ‘প্রিয়তমা’ বেস্ট ‘প্রিয়তমা’ এক নাম্বার, আমাদের কোনও সমস্য নেই। ‘সড়ুঙ্গ’ নিয়ে পোস্ট দিলে, আরেকজন ‘প্রহেলিকা’ নিয়ে পোস্ট দিলে সেখানে কেউ আপনাদের নোংরামি করতে হবে, এই অধিকার তো কারো নাই। এর দায় কিন্তু যে স্টারের ফ্যান তাকে নিতে হবে।

ঈদে ২৯ জুন মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই এর যৌথ প্রযোজনায় রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেতা আফরান নিশোর। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা,মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।