ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

চঞ্চলের নায়িকা স্বস্তিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
চঞ্চলের নায়িকা স্বস্তিকা! চঞ্চল চৌধুরী ও স্বস্তিকা মুখার্জি

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বাংলাদেশের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

শোনা যাচ্ছে, চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, চঞ্চল চৌধুরীর বিপরীতে সিনেমা করতে রাজি হয়েছেন স্বস্তিকা। প্রযোজক নাকি ইতোমধ্যেই অগ্রিম সম্মানী দিয়েছেন অভিনেত্রীকে। তবে চঞ্চলের ডেট পেতে নাকি অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনো জানা যায়নি।

এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। এখন নাকি এক মাসের বিরতি। তবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই আগামী সপ্তাহেই নাকি হবে অস্ত্রোপচার হবে। এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।