ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, সেপ্টেম্বর ১৫, ২০২৩
৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান প্রকাশ

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস ৫০ বছর পূর্তিতে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় পঞ্চম গান প্রকাশ করেছে সোলসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

গানের শিরোনাম ‘হাওয়াই মিঠাই’। এটি লিখেছেন ওয়াজীহ্ রাজীব, সুর করেছেন পার্থ বড়ুয়া।

এটি আড্ডাবাজি পর্বের দ্বিতীয় গান। এ পার্থ বড়ুয়া বলেন,‌‌ গতবার সোলস-এর অস্ট্রেলিয়া ট্যুরের সময় মেলবোর্নে গানটি বেঁধেছি। গানটির গীতিকার ওয়াজীহ্ রাজীবের বাসায় যাওয়ার পর, ওর বাসায় বসেই গানটির সুরারোপ করি। স্কুল জীবনের স্মৃতিকাতর একটি গান হয়েছে এটি।

বর্তমানে সোলস সদস্যরা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। আগামী ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবেন তারা। এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, সোলস সাম্প্রতিক সময়ে আরও চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- ‘সাগরের প্রান্তরে’, ‘কিতা ভাইসাব’, ‘রিক্সা’ ও ‘যদি দেখো’।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।