ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২৫ বছর পর পরিচালনায় প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
২৫ বছর পর পরিচালনায় প্রসেনজিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় প্রবীর রায় চৌধুরীর অবতারে ফের চমক দিতেও তৈরি তিনি।

তবে এবার প্রসেনজিতের ঝুলিতে দারুণ সুখবর। আর সেই সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন বুম্বাদা।

সম্প্রতি এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানান, আমি আবারও সিনেমা পরিচালনা করব। ইতোমধ্য়েই নতুন সিনেমা নিয়ে প্রস্তুতি শুরু করেছি। মানুষ আমাকে মূলত ক্য়ামেরার সামনেই দেখে এসেছে। তবে আবারও ক্য়ামেরার নেপথ্যে থেকে নতুন কোনও একটা গল্প বলব।

টলিপাড়ার সূত্র বলছে, প্রসেনজিতের এই নতুন সিনেমা নাকি প্যান ইন্ডিয়ান। বাংলা ছাড়াও আরও কয়েকটা ভাষায় মুক্তি পাবে। তবে এখনও পুরো বিষয়টিই রয়েছে প্রাথমিক অবস্থায়।

সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর মাসেই সিনেমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

পরিচালক হিসাবে দুটি সিনেমা নির্মাণ করেছেন প্রসেনজিৎ। ‘পুরুষোত্তম’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। এতে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। ছিলেন প্রসেনজিৎ নিজেও।

১৯৯৮ সালে মুক্তি পায় প্রসেনজিৎ নির্মিত আরেক সিনেমা ‘আমি সেই মেয়ে’। এতে প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছিলেন জয়া প্রদা, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।