ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

২০ বছরে স্টার সিনেপ্লেক্স, সারা দেশে ১০০ শাখার পরিকল্পনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
২০ বছরে স্টার সিনেপ্লেক্স, সারা দেশে ১০০ শাখার পরিকল্পনা

দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। সিনেমা শিল্পের প্রসারে ভূমিকা রাখা প্রতিষ্ঠানটি শনিবার (০৭ অক্টোবর) পথচলার ১৯ বছর পূর্ণ করে ২০-এ প্রবেশ করেছে।

২০০৪ সালের এই দিনে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মিলিয়ে ১৯টি শাখা রয়েছে স্টার সিনেপ্লেক্সের। সারা দেশে ১০০টি শাখা তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। শুধু তাই নয়, তাদের টার্গেট আগামী বছর এ সংখ্যা ৪০ এ উত্তীর্ণ করা।

শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে স্টার সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি উপলক্ষে জাঁকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বিষয়টি জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।  

তিনি বলেন, যেভাবে ভালো ভালো সিনেমা হচ্ছে এই অবস্থায় সিনেপ্লেক্স সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করবে। এরমধ্যে আগামী বছরের শুরুতে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। তবে আশা করছি ২০২৪ সাল নাগাদ আমাদের ৪০টি হল চালু থাকবে। আমাদের টার্গেট ১০০ স্ক্রিন চালু করা। সেই লক্ষ্যে এগোচ্ছি।

দেশের সিনেমার প্রসঙ্গ টেনে সিনেপ্লেক্সের চেয়ারম্যান বলেন, এ বছর হলিউডের সিনেমার চেয়েও দেশের ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ভালো চলছে। এভাবে যদি বছরে কমপক্ষে ১০টি ভালো কনটেন্ট দেওয়া যায় তাহলে আমি ঝুঁকি নিয়ে আরও শাখা বাড়াবো।

স্টার সিনেপ্লেক্স এ পর্যন্ত একটি মাত্র সিনেমা প্রযোজনা করেছে, ‘ন ডরাই’। এরপর তারা ৪টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে প্রায় চার বছর অতিক্রম করেছে। সিনেমাগুলোর ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, আমি পারফেক্টশনিস্ট। চিত্রনাট্যগুলো আমার মনমত না হওয়া পর্যন্ত আমি শুটিংয়ে যাবো না। অবশ্যই সিনেমাগুলোর ব্যাপারে খুব শিগগিরই ঘোষণা দিবো।

এদিকে, সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশনা করেন জিনাত জাহান মুন্নী ও সাব্বির। এরপরেই অনুষ্ঠানে দেশীয় সিনেমাকে উৎসাহিত করতে বছরের আলোচিত সিনেমা হিসেবে ‘১৯৭১: সেই সব দিন’, ‘প্রহেলিকা’ ও ‘অন্তর্জাল’ টিমকে বিশেষ সম্মাননা দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেপ্লেক্সের বর্ষপূর্তির এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ, চিত্রনায়ক সাইমন সাদিক, এবিএম সুমন, নির্মাতা হিমেল আশরাফ, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ, সংগীতশিল্পী মুজা, গায়িকা-অভিনেত্রী জেফার, নির্মাতা তানিম রহমান অংশুসহ অনেকে।  

প্রসঙ্গত, বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ১৯টি শাখা চালু রয়েছে রয়েছে। এগুলো হচ্ছে- ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, ধানমন্ডির সীমান্ত সম্ভার, সামরিক জাদুঘর (বিজয় স্মরণী), মিরপুর, এসকেএস টাওয়ার, রাজশাহী হাইটেক পার্ক, চট্টগ্রামের বালি আর্কিড।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।