ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে হিমুকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, নভেম্বর ৩, ২০২৩
লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে হিমুকে হোমায়রা হিমু

ছোটপর্দার তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন হিমু।

তবে অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে, আত্মহত্যা নাকি হত্যা; এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যেই হিমুর জানাজা ও দাফন নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনাক হাসান জানিয়েছেন, হুমায়রা হিমুকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার (০৩ নভেম্বর) বাদ জুম্মা চ্যানেল আই চত্বরে জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে তাকে।  

টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন হুমায়রা হিমু। ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও তার উপস্থিতি দেখা গেছে। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এরপর বেশকয়েকটি সিনেমাশ কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে হিমু অভিনীত সিনেমা ‘তোরে কত ভালোবাসি’। এটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।