রাজনীতিতে নাম লেখাচ্ছেন এক সময়ে বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুর দিক্ষিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাঠে দেখা যাবে তাকে।
তারকা প্রচারক হিসেবে নয়, সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন বলি ডিভা। সব ঠিকঠাক থাকলে চব্বিশের লোকসভা ভোটে লড়বেন তিনি।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
মাধুরীর ভক্ত-অনুরাগীসহ রাজনীতিকদের প্রশ্ন, কোন দলের হয়ে লড়বেন এই অভিনেত্রী? কোন আসন থেকে দাঁড়াবেন?
শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি - বিজেপির টিকিটে উত্তরপশ্চিম মুম্বাই থেকে লড়বেন মাধুরী। ইতোমধ্যে নাকি গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে কথাবার্তাও বলতে শুরু করেছেন ‘ধক ধক গার্ল’।
যদিও এসব খবরের সত্যতা এখনও নিশ্চিত করেননি মাধুরী।
তবে চলমান বিশ্বকাপের ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে বিজেপি নেতা আশিস সেলারের পাশেই দেখা গেছে অভিনেত্রীকে।
এরপর থেকে তার রাজনীতিতে নামার জল্পনা আরও জোড়ালো হচ্ছে।
সূত্রের খবর, নির্বাচনী লড়াইয়ে নামা নিয়ে নাকি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র বলছে, লোকসভা ভোটেও একেবারেই আগ্রহী নন মাধুরী। যদি কখনও রাজনীতিতে পা রাখেন তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন মাধুরী। সেই সময়ও তার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। যদিও বাস্তবে তেমনটা হয়নি।
তিন দশকের বেশি সময় ধরে বলিউড দাপিয়ে বেরিয়েছেন মাধুরী। একটা সময় বলিউডের এক নম্বর অভিনেত্রী ছিলেন তিনি। ক্যারিয়ারের এক পর্যায়ে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে আমেরিকায় পাড়ি জমান। অভিনয়ে লম্বা বিরতির পর ২০০৭ সালে ‘আজা নাচ লে’ ছবির মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তন হয় তার।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসএএইচ