ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নোবেলের ‘অপরাধ’, প্রকাশ্যে এলো ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
নোবেলের ‘অপরাধ’, প্রকাশ্যে এলো ভিডিও

সম্প্রতি আবারও আলোচনায় রয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। এর মাঝেই নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।

গানের শিরোনাম ‘অপরাধ’।  

তরুণ মুন্সীর কথায় এ গানের মিউজিক করেছেন সালমান জাইম। গানের ভিডিওতে দেখা যাবে 'গহীন বালুচর'খ্যাত আবু হুরায়রা তানভীর ও কেয়া আল জান্নাহকে৷ এর নির্দেশনা দিয়েছেন নির্মাতা কামরুল জিন্নাহ৷ 

গানটির বিষয়ে নোবেল বলেন, তরুণ মুন্সীর লেখার কথা সবার জানা। তার লেখা গান সব সময়ই শ্রোতাপ্রিয়। তার কথায় গান করেও ভালো লাগছে। কেমন হয়েছে সেটি আমি বলব না, শ্রোতারা শুনেই মতামত দিবে৷ তাদের মতামত জানার অপেক্ষায় রয়েছি। তবে এতটুকু বলতে পারি, গানটি আপনাদের হতাশ করবে না।  

এ বিষয়ে আরও জানা গেছে, রিও মেলোডির ব্যানারে 'অপরাধ' গানটি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়। সহকারী প্রযোজক ছিলেন জাহিদ হোসাইন সুমন৷ গানটি শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গানটি রিও মেলোডির অপিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেসবুক পেইজে প্রকাশ হয়।

গানটির সম্পূর্ণ ভিডিও
 

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এনটি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।